ঢাকা   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

শুটিং স্টুডিওতেই সন্তান জন্ম দেবেন কারিনা!

বিনোদন

প্রকাশিত: ২০:৪৮, ২১ নভেম্বর ২০১৬

সর্বশেষ

শুটিং স্টুডিওতেই সন্তান জন্ম দেবেন কারিনা!

সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই প্রথম সন্তানের জন্ম দেবেন কারিনা কাপুর। তবে এখনও তিনি শুটিং ফ্লোরে। একটি ম্যাগাজিনের শুটিং করছেন।

সন্তান জম্মের ব্যাপারে তিনি বলেন, ‘আমার প্রেগন্যান্সির জার্নিটা খুব মজার। শুটিং করছি, ডিনারে যাচ্ছি- মানে সব দিক থেকে নর্মাল লাইফ। এখন তো খুব গ্ল্যামারাস হয়ে গেছে।
সাইফও বলেছে, আমাকে এত সুন্দর আগে কখনও লাগত না। আর সব স্ত্রী-তো স্বামীর কাছ থেকে এমন কমপ্লিমেন্ট শুনতে চায়। তাই না?’

মাস কয়েক আগেই শোনা গেছে লন্ডন থেকে নাকি গর্ভস্থ ভ্রুণের লিঙ্গ নির্ধারণ করিয়েছেন সাইফ-কারিনা। প্রশ্ন শুনেই বেগম সাহেবার জবাব, ‘আমরা নিজেদের মধ্যেও কখনও এটা নিয়ে আলোচনা করিনি। আমাদের প্রথম সন্তান। ভগবান যেটা আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন আমরা সেটাই চাই। আর সাইফ খুব সারপ্রাইজ ভালবাসে। সুতরাং ছেলে না মেয়ে হবে এটা না জানার উত্তেজনা সাইফ এনজয় করছে।’

কিন্তু এত অ্যাডভান্স স্টেজেও শুটিং করছেন, সেটা তার শরীরের পক্ষে কতটা ঠিক? করিনা হেসে বললেন, ‘সাইফ তো প্রায়ই বলে মেহবুব স্টুডিওতে আমাদের সন্তান হবে। আর শুটিং করতে করতেই হাসপাতালে গেলে আমি নিজেও অবাক হব না। আসলে প্রেগন্যান্সি পিরিয়ডে আমি নিজেকে ব্যস্ত রেখেছি। আশা করছি বেবি হওয়ার এক মাসের মধ্যেই আবার ফ্লোরে ফিরতে পারব।’

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ