ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

লিস্টিং ফি না দিলে ২ লাখ টাকা জরিমানা— চাপে কাট্টালি টেক্সটাইল!

শেয়ারবাজার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪২, ১০ এপ্রিল ২০২৫

লিস্টিং ফি না দিলে ২ লাখ টাকা জরিমানা— চাপে কাট্টালি টেক্সটাইল!

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাট্টালি টেক্সটাইল লিমিটেডকে এক মাসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বকেয়া লিস্টিং ফি পরিশোধের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিএসইসির ৯৫০তম কমিশন সভায় চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (৯ এপ্রিল) বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধে ব্যর্থ হলে, কোম্পানির প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত ব্যতীত) ২ লাখ টাকা করে জরিমানা করা হবে।

এছাড়াও, আইপিও থেকে উত্তোলিত কমপক্ষে ২৫ কোটি ৪ লাখ টাকা তছরুপের অভিযোগের বিষয়ে তদন্তের জন্য বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বিশ্লেষণ ও পরামর্শ:

এই সিদ্ধান্ত বিএসইসির শৃঙ্খলার প্রতি কঠোর অবস্থান এবং বাজারে জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রতিচ্ছবি। তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রতি এ এক ধরনের সতর্কবার্তা—তাদের আর্থিক ও আইনি দায়বদ্ধতা থেকে কোনোভাবেই পলায়ন করা যাবে না।

বিনিয়োগকারীদের জন্য পরামর্শ:
যেকোনো কোম্পানিতে বিনিয়োগের আগে তাদের আইপিও ব্যবস্থাপনা, বার্ষিক রিপোর্ট এবং নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণ যাচাই করা জরুরি।
আর্থিক অনিয়মে জড়িত কোম্পানিতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে।

শেয়ার বিজনেস24.কম