ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

লভ্যাংশ ঘোষণা দিলো গ্লোবাল ইন্স্যুরেন্স

শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১:২০, ২৪ মে ২০২৩

আপডেট: ১০:৫৩, ২৪ মে ২০২৩

লভ্যাংশ ঘোষণা দিলো গ্লোবাল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ।

মঙ্গলবার (২৩ মে) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। যেখানে আগের বছর কোম্পানিটির আয় ছিল ১ টাকা ৬২ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৮০ পয়সা। আর শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪ টাকা ৯ পয়সা।

আগামী ৫ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা হবে। এজন্য রেকর্ড ডেট ১৩ জুন ঠিক করা হয়েছে।

শেয়ার বিজনেস24.কম