ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রাজের নারী আসক্তি আছে, বললেন পরীমণির আইনজীবী

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩, ২১ সেপ্টেম্বর ২০২৩

রাজের নারী আসক্তি আছে, বললেন পরীমণির আইনজীবী

সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বামী রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। এ খবর চাউর হতেই নড়েচড়ে বসেন নেটিজেনরা। কী কারণে রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমণি প্রশ্ন উঁকি দিচ্ছিল তাদের মাথায়। এবার সে উত্তর দিলেন পরীমণির আইনজীবী মো. শাহীনুজ্জামান।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নারী আসক্তি রয়েছে রাজের। হাতে নাতে ধরাও পড়েছেন তিনি কয়েকবার। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমণি। রাজকে ডিভোর্স লেটার পাঠানোর কারণ হিসেবে পরীমণি উল্লেখ করেছেন, মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া, মানসিক অশান্তির কথা।

এদিকে এ বিষয়ে কিছু জানেন না বলে সংবাদমাধ্যমকে অবহিত করেছেন রাজ। অনেকতা চমকে উঠে তিনি বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

এর আগেও একাধিকবার রাজ-পরীমণির সংসারে ভাঙ্গনের সুর বেজেছে। তবে খাদের কিনার থেকেও এক হয়েছেন তারা। একরত্তি সন্তানের কথা ভেবেই হননি আলাদা। এবার আর শেষরক্ষা হলো না। পরী-রাজের দুই পথ দুদিকেই বেঁকে গেল।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য। সন্তান জন্মের বছর খানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরির সংসার।

শেয়ার বিজনেস24.কম