ঢাকা   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

যে কারণে অজয়কে ‘জুতাপেটা’ করতে চেয়েছিলেন কাজল

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৩, ২৪ মে ২০২৩

সর্বশেষ

যে কারণে অজয়কে ‘জুতাপেটা’ করতে চেয়েছিলেন কাজল

প্রায় দুই দশকের বিবাহিত জীবন অজয় দেবগন ও কাজলের। প্রেম করে বিয়ে করেছিলেন জনপ্রিয় এই জুটি। কিন্তু প্রথম দেখায় নাকি কাজলের মনে একেবারেই ছাপ ফেলতে পারেননি অজয়। পরে তৈরি হয় তাদের মাঝে বোঝাপড়া। তা থেকে বন্ধুত্ব, প্রেম ও বিয়ে। হয়েছেন দুই সন্তানের বাবা-মা। কিন্তু হঠাৎ কাজলের কি এমন হলো যে, ক্যামেরার সামনেই অজয়কে ‘জুতাপেটা’ করবেন বলে বসলেন?

বছর তিনেক আগে ‘কফি উইথ করণ’-এ স্বামী অজয়কে নিয়ে আসেন কাজল। করণ জোহরের শোতে যখন অজয়কে জিজ্ঞেস করা হয়, কাজলের বিপরীতে কোন অভিনেতা মানানসই? উত্তরে অজয় বলেন, সন্তানের ভূমিকায়, না কি সমান্তরাল চরিত্রে?

তার এমন উত্তর শুনেই রেগে যান কাজল। ক্যামেরার তোয়াক্কা না করেই তিনি বলে বসেন, এবার কিন্তু জুতোপেটা করব।

তবে স্ত্রীর এমন কথা শুনে বিন্দুমাত্র মেজাজ হারাননি অজয়। একেবারে শান্ত মাথায় সব উত্তর দেন বরং কাজলকে থামান করণ। তিনি বলেন, এই শোতে এই ধরনের কথা বলা যায় না।

বলিউডের সফল এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন ১৯৯৯ সালে। তাদের প্রথম সন্তান নায়সার জন্ম ২০০৩ সালে ও পুত্র যুগের জন্ম হয় ২০১০ সালে।

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ