ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ব্যাংক এশিয়ার বন্ডের সাবস্ক্রিপশন শুরু

কর্পোরেট

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৬, ২০ নভেম্বর ২০২৩

আপডেট: ১১:০০, ২০ নভেম্বর ২০২৩

ব্যাংক এশিয়ার বন্ডের সাবস্ক্রিপশন শুরু

রাজধানীর নিকুঞ্জের ডিএসই টাওয়ারে ১৯ নভেম্বর ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (Electronic Subscription System) মাধ্যমে ব্যাংক এশিয়া প্রথম পার্পিচ্যুয়াল বন্ডের ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ব্যাংক এশিয়া লিমিটেডের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসই’র প্রতিনিধি রাহী ইফতেখার রেজা, ব্যাংক এশিয়া লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ক্রেডিট অফিসার সাইফুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ডিএসই, সিএসই, ব্যাংক এশিয়া লিমিটেড ও ইস্যুয়ার সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংক এশিয়া প্রথম পার্পিচ্যুয়াল বন্ড-এর সাবস্ক্রিপশন ১৯ নভেম্বর শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।

শেয়ার বিজনেস24.কম