facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

বিক্রেতা সংকটে ৫ কোম্পানির শেয়ার হল্টেড


৩১ মে ২০২৩ বুধবার, ০৮:৫৪  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


বিক্রেতা সংকটে ৫ কোম্পানির শেয়ার হল্টেড

পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ৫ কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। এসব শেয়ারের দর এদিন দর বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে। কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেম, জেমিনি সি ফুড, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং, ন্যাশনাল টি ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ অগ্নি সিস্টেমের শেয়ার দর ২ টাকা ৭০ পয়ষা বেড়ে ২৯ টাকা ৭০ পয়সায়, জেমিনি সি ফুডের দর ৫৬ টাকা ৬০ পয়সা বেড়ে ৮১২ টাকা ১০ পয়সায়, নর্দার্ন জুটের শেয়ার দর ২৫ টাকা বেড়ে ৩১০ টাকা ৮০ পয়সায়, ন্যাশনাল টির দর ৪০ টাকা বেড়ে ৫৭৪ টাকা ১০ পয়সায় ও ট্রাস্ট ইসলামী লাইফের শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বেড়ে ৪০ টাকা ৯০ পয়সায় দাঁড়ায়।

আজ এক শ্রেণির বিনিয়োগকারী সর্বোচ্চ আগ্রহ দেখায় এসব কোম্পানির শেয়ার কিনতে। কিন্তু বিক্রেতা না থাকায় হল্টেড হয় এসব শেয়ার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: