ঢাকা   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বান্দরবানে আগুনে পুড়ল অর্ধশতাধিক দোকানঘর

বান্দরবানে আগুনে পুড়ল অর্ধশতাধিক দোকানঘর

বান্দরবানের থানচিতে বলিপাড়াবাজারে ভয়াবহ আগুনে পুড়েছে অর্ধশতাধিক দোকানঘর। বুধবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নে বলিপাড়াবাজারে দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বিভিন্ন জিনিসপত্রের অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবিসহ স্থানীয়রা দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ পেয়ার জানান, বলিপাড়াবাজারে ভয়াবহ আগুনে ৫৩টি দোকানঘর পুড়ে গেছে। কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে পেরেছি। তবে আগুনে ক্ষতি এবং অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিক বলা সম্ভব নয়।

শেয়ার বিজনেস24.কম