ঢাকা   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বাণিজ্য মেলায় ক্রেতাদের ভিড়: দেশি-বিদেশি পণ্যের পসরা

কেনাকাটা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৬, ২০ জানুয়ারি ২০২৫

বাণিজ্য মেলায় ক্রেতাদের ভিড়: দেশি-বিদেশি পণ্যের পসরা

নজর কাড়ছে দেশীয় পণ্য

পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের স্টলগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। জামদানি, মণিপুরি শাড়ি, রাজশাহী সিল্ক, চিনামাটির গয়না, শতরঞ্জি, নকশিকাঁথা, পাটের সামগ্রী থেকে শুরু করে রূপচর্চার পণ্য—সবই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। সরকারি প্যাভিলিয়ন এবং এসএমই ফাউন্ডেশনের স্টলগুলোতেও ক্রেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কুষ্টিয়ার কুমারখালীর তাঁতে বোনা গামছা, লুঙ্গি ও রুমাল রয়েছে নুরুল টেক্সটাইলে।

বিদেশি পণ্যের সমারোহ

ভারতীয় স্টলগুলোতে কাশ্মীরি শাল, জয়পুরী বিছানার চাদর ও ভারী কাজ করা নাগরা জুতা ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে। তুরস্কের আলোকবাতি ও কার্পেট, ইরানি জায়নামাজ, এবং অ্যাক্রিলিক ফাইবারের তৈজসপত্র দর্শনার্থীদের নজর কাড়ছে। দিল্লি অ্যালুমিনিয়ামের স্টলে রয়েছে স্টিলের বাসনকোসন।

শীতপোশাক ও আনুষঙ্গিক পণ্য

ছেলেদের জন্য শীতপোশাকের পাশাপাশি শিশুদের খেলনার স্টলগুলোতেও ভিড় কম নয়। নারী ক্রেতাদের জন্য গয়না, মেকআপ সামগ্রী, চুলের ক্লিপ ও বিভিন্ন ধরনের চাবির রিং রয়েছে। নামীদামি ব্র্যান্ডের সুগন্ধির রেপ্লিকা ও আতরের স্টলগুলোও ক্রেতাদের মনোযোগ কেড়েছে।

সংসারের প্রয়োজনীয় পণ্য

অ্যালুমিনিয়াম ও মেলামিনের থালাবাসন, ননস্টিক কুকার ও ওভেনের স্টলগুলোতে ক্রেতাদের উপস্থিতি উল্লেখযোগ্য। কিছু স্টলে একটি পণ্য কিনলে বিনামূল্যে একাধিক পণ্য পাওয়ার অফার ক্রেতাদের আকৃষ্ট করছে।

খাবারের স্টলে উপচে পড়া ভিড়

মেলায় আচার, পাঁপড়, চিপস, চানাচুরসহ শুকনা খাবারের স্টল বেশি চোখে পড়ছে। কোরিয়ান নুডলসের স্টলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। দেশি-বিদেশি ব্র্যান্ডের খাবারেও থাকছে বিশেষ ছাড়।

কীভাবে যাবেন বাণিজ্য মেলায়

দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বিআরটিসির শাটল বাস চালু রয়েছে। কুড়িল বিশ্বরোড থেকে ভাড়া ৩৫ টাকা, ফার্মগেট থেকে ৭০ টাকা, নারায়ণগঞ্জ থেকে ১২০ টাকা এবং নরসিংদী থেকে ৯০ টাকায় মেলা প্রাঙ্গণে পৌঁছানো যাবে। বাসগুলো সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত চলাচল করছে।

বাণিজ্য মেলায় দেশি ও বিদেশি পণ্যের এই বৈচিত্র্য দেখে মনে হচ্ছে, মেলা শুধু কেনাকাটার স্থান নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও ব্যবসার এক মিলনমেলা।

শেয়ার বিজনেস24.কম