ঢাকা   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বাটলার ইস্যুতে উত্তেজনা: অবসরের হুমকি দিলেন সাবিনারা!

খেলার জগৎ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:১১, ৩১ জানুয়ারি ২০২৫

বাটলার ইস্যুতে উত্তেজনা: অবসরের হুমকি দিলেন সাবিনারা!

নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারকে নিয়ে দীর্ঘদিনের অস্থিরতা চরমে পৌঁছেছে। বাফুফে যদি এই ইংলিশ কোচকে রাখার সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে একযোগে অবসরের হুমকি দিয়েছেন দলের ১৭ সিনিয়র ফুটবলার, যার মধ্যে রয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন, সানজিদা খাতুন ও মনিকা চাকমা।

বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে মানসিক হয়রানি ও উৎপীড়নের অভিযোগ তুলে তাঁরা বলেন, ‘বাফুফে সভাপতি দ্রুত পদক্ষেপ না নিলে আমরা বাটলারের অধীনে কোনো ট্রেনিং ক্যাম্পে অংশ নেব না।’

বাফুফের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান জানিয়ে খেলোয়াড়রা আরও বলেন, ‘যেহেতু কোনো নতুন চুক্তি হয়নি, তাই আইনগতভাবে আমাদের বাধ্য করার সুযোগ নেই। তবুও যদি বাটলারকে রেখে দেওয়া হয়, তাহলে আমরা ফুটবল থেকে সরে দাঁড়াতে বাধ্য হব।’

এদিকে বাফুফে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, খেলোয়াড়দের দাবি মানার প্রশ্নই আসে না। টেকনিক্যাল কমিটির প্রধান কামরুল হাসান হিলটন সাফ জানিয়ে দিয়েছেন, ‘মেয়েদের কথায় তো আর কোচ বদল হবে না, ফেডারেশনের সিদ্ধান্তই চূড়ান্ত।’

এই সঙ্কট নিয়ে আলোচনার পরও কোনো সমাধান আসেনি, বরং দুই পক্ষের অবস্থান আরও কঠোর হয়েছে। এখন দেখার বিষয়, বাফুফে কি সাবিনাদের সিদ্ধান্ত পরিবর্তনে উদ্যোগ নেবে, নাকি দেশের নারী ফুটবলে এক যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি ঘটবে?

শেয়ার বিজনেস24.কম