ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

পুঁজিবাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে কমপ্লায়েন্স চর্চার উপর জোর

শেয়ারবাজার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:২০, ১৮ এপ্রিল ২০২৫

পুঁজিবাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে কমপ্লায়েন্স চর্চার উপর জোর

 

পুঁজিবাজারের শৃঙ্খলা বজায় রাখতে এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে কমপ্লায়েন্স চর্চার গুরুত্ব অপরিসীম—এমন মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান।

১৭ এপ্রিল ডিএসই ট্রেনিং একাডেমির আয়োজিত চার দিনব্যাপী “Compliance & Interactive Issues for the TREC Holders” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কমপ্লায়েন্সের নিয়মনীতি পরিবর্তনশীল হওয়ায় এর নিয়মিত আপডেট সম্পর্কে ব্রোকারেজ হাউজের সিইও, সিএফও, কমপ্লায়েন্স অফিসার ও অনুমোদিত প্রতিনিধিদের সদা সতর্ক থাকতে হবে। বিশেষ করে অনুমোদিত প্রতিনিধিদের সব নির্দেশনা মেনে চলার ওপর জোর দেন তিনি। কামরুজ্জামান আরও উল্লেখ করেন, ব্যবসায়িক সুনাম ধরে রাখতে সঠিক সেবা প্রদান অপরিহার্য। বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা গেলে পুঁজিবাজারের পরিধি আরো বাড়বে। নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের পুঁজিবাজারের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি এবং জানান, ঢাকা স্টক এক্সচেঞ্জ সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক মোঃ আবুল কালাম এবং ডিএসই ট্রেনিং একাডেমির প্রধান ও উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় বিএসইসি ও ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা পুঁজিবাজারের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধির সম্ভাবনা, স্টক-ডিলার, স্টক-ব্রোকার এবং অনুমোদিত প্রতিনিধিদের জন্য প্রযোজ্য বিভিন্ন বিধিমালা, ট্রেক হোল্ডারদের দায়িত্ব ও কর্তব্য, ব্যাক অফিস পরিচালনা, গ্রাহক হিসাব রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করেন।

সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার বিজনেস24.কম