ঢাকা   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

পালং ও জাজিরায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হলেন যারা

পালং ও জাজিরায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হলেন যারা

সপ্তম ধাপে শরীয়তপুর সদর এবং জাজিরা উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কোন প্রকার সহিংস ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে।

১৫ জুন বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এরপর চলে ভোট গননার পালা। গননা শেষে যিনি চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন তিনি হলেন, শরীয়তপুর সদর উপজেলার চিতলীয়া ইউনিয়নে আবদুস ছালাম হাওলাদার। তার প্রতীক ছিল আনারস। তিনি পেয়েছেন ৪ হাজার ২শ ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হারুন অর রশিদ হাওলাদার। তার প্রতীক ছিল ঘোড়া। তিনি পেয়েছেন ৪ হাজার ৫১ ভোট।

জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি হলেন মাহবুবুর রহমান লিটু সরদার। তার প্রতীক ছিল আনারস। তিনি পেয়েছেন ২ হাজার ৭শ ২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কে এম জামিল কবিরাজ। তার প্রতীক ছিলো মোটর সাইকেল। তিনি পেয়েছেন ১ হাজার ৯শ ৭৩ ভোট।

বিকে নগর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি হলেন আলহাজ্ব এসকেন্দার আলী ভূইয়া। তার প্রতীক ছিল মোটর সাইকেল। তিনি পেয়েছেন ২ হাজার ৬শ ৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোস্তাফিজুর রহমান মাদবর। তার প্রতীক ছিলো ঘোড়া। তিনি পেয়েছেন ১ হাজার ৯শ ৯১ ভোট।

পূর্ব নাওডোবা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি হলেন মোঃ আলতাফ হোসেন খান। তার প্রতীক ছিল টেবিল ফ্যান। তিনি পেয়েছেন ৩ হাজার ৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন খবির উদ্দিন ফরাজী। তার প্রতীক ছিলো অটো রিক্সা। তিনি পেয়েছেন ২ হাজার ৯শ ৩৭ ভোট।

পালের চর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন তিনি হলেন মোঃ আবুল হোসেন ফরাজী। তার প্রতীক ছিল চশমা। তিনি পেয়েছেন ২ হাজার ১শ ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুল লতিফ মাদবর। তার প্রতীক ছিলো মোটর সাইকেল। তিনি পেয়েছেন ১ হাজার ৯শ ৮৭ভোট

বিলাসপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি হলেন আবদুল কুদ্দুস বেপারী ওরফে বোমা কুদ্দুস। তার প্রতীক ছিল মোটর সাইকেল। তিনি পেয়েছেন ২ হাজার ৯শ ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এম এ জলিল মাদবর। তার প্রতীক ছিলো ঘোড়া। তিনি পেয়েছেন ২ হাজার ৪শ ২৯ ভোট।

কুন্ডের চর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন তিনি হলেন মোঃ আক্তার হোসেন বেপারী। তার প্রতীক ছিল মোটর সাইকেল। তিনি পেয়েছেন ২ হাজার ৩শ ৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এ বি এম লিয়াকত হোসেন মল্লিক। তার প্রতীক ছিলো আনারস। তিনি পেয়েছেন ১ হাজার ৯শ ৩৫ ভোট।

শেয়ার বিজনেস24.কম