facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

পর্ষদ সভার খবরে এমারেল্ড অয়েলের শেয়ার দরে তেজ


২৯ মে ২০২৩ সোমবার, ১০:৪৭  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


পর্ষদ সভার খবরে এমারেল্ড অয়েলের শেয়ার দরে তেজ

স্থগিত তিন বছরের আর্থিক প্রতিবেদন বা লাভ ক্ষতির হিসাব প্রকাশ করতে পর্ষদ সভা ডেকেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল লিমিটেড। আগামী ১ জুন বিকেল ৩টায় কোম্পানির পর্ষদ সভা হবে।

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় এমারেল্ড অয়েলের ৩০ জুন,২০২০,২০২১ ও ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

যদিও কোম্পানিটিকে ২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১ ও ২০২২ এই ছয় বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত।

এদিকে এ খবর বাজারে ছড়িয়ে পড়লে শেয়ারটির দরে তেজ দেখা যায়। সকাল ১০টা ৫০ মিনিটে এ কোম্পানির শেয়ার সাড়ে ৫ টাকা বেড়ে ১২০ টাকা ৮০ পয়সায় সর্বশেষ লেনদেন হয়।

গতমাসের ৩০ এপ্রিল এমারেল্ড অয়েলের শেয়ার দর ছিল ৫৯ টাকা ৬০ পয়সা। আর আজ ২৯ মে শেয়ার দর বেড়ে প্রায় দ্বিগুণ ১২০ টাকা ৮০ পয়সায় দাঁড়ায়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: