ঢাকা   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নারীদের ফুটবল ম্যাচে বাধা, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

খেলার জগৎ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৯, ৩০ জানুয়ারি ২০২৫

নারীদের ফুটবল ম্যাচে বাধা, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

সাম্প্রতিক সময়ে দেশের নারীদের ক্রীড়া ও বিনোদনমূলক কর্মকাণ্ডে বাধা প্রদান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয় এবং নারীদের অধিকার লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, "সম্প্রতি মেয়েদের দুটি ফুটবল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যারা বাধা দিয়েছে, তাদের এই কর্মকাণ্ডে সরকার নিন্দা জানাচ্ছে। নারীরা বাংলাদেশের নাগরিক এবং পুরুষদের মতোই সমান নাগরিক অধিকার ভোগ করে। তাদের খেলাধুলা ও বিনোদনে বাধা প্রদান অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য।"

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে টিনের বেড়া ভাঙচুরের পর নারীদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করা হয়। একইভাবে, দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাউনা গ্রামে আরেকটি প্রীতি ফুটবল ম্যাচ ভণ্ডুল করে দেওয়া হয়। এসব ঘটনায় জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অন্তর্বর্তী সরকার বিবৃতিতে আরও জানায়, কেউ যদি নারীদের অধিকার লঙ্ঘন বা বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তিনি প্রচলিত আইনের আওতায় উপযুক্ত শাস্তির সম্মুখীন হবেন। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় ইতিমধ্যে দিনাজপুর ও জয়পুরহাট জেলা প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসকরা নিশ্চিত করেছেন যে, তাঁরা ইতোমধ্যে তাঁদের জেলাগুলোতে নারীদের ফুটবল, ক্রিকেট ও কাবাডি ম্যাচ আয়োজন করেছেন, যা স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে।

নারীদের ক্রীড়াক্ষেত্রে উৎসাহ দিতে অন্তর্বর্তী সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। গত এক মাসে সরকার দেশের বৃহত্তম যুব উৎসবের আয়োজন করেছে, যেখানে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এছাড়া, গ্রামীণ এলাকাগুলোতেও হাজার হাজার মেয়ে ফুটবল, ক্রিকেট ও কাবাডিতে অংশ নিয়েছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নারীদের অধিকারের প্রতি বরাবরই সহানুভূতিশীল। তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশেরও বেশি মালিকানা নারীদের হাতে। সম্প্রতি তিনি ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে নারী ফুটবলারদের জন্য অবকাঠামো ও সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সহায়তা চান।

নারীদের প্রতি বৈষম্য ও নিপীড়ন রোধে অন্তর্বর্তী সরকার যে কোনো বাধার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে বিবৃতিতে পুনরায় জানানো হয়েছে।

শেয়ার বিজনেস24.কম