facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

তুরাগে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় মূল হোতা আটক


২৫ মার্চ ২০২৩ শনিবার, ১০:৩৮  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


তুরাগে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় মূল হোতা আটক

রাজধানীর তুরাগে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে শনিবার (২৫ মার্চ) ভোরে মূল হোতা আব্দুর রউফকে আটক করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে বাকি দুজনের নাম জানা যায়নি।

তুরাগের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে শনিবার ভোর ৫টার দিকে আব্দুর রউফকে আটক করে পুলিশ। এর আগে শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে আব্দুর রউফের দুই সহযোগীকে আটক করা হয়।

তুরাগের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন ওই বাড়িতে শুক্রবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে তুরাগ থানার এসআই শাহিনুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং সেখান থেকে কুর্মিটোলা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ থাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

তুরাগ থানার দায়িত্বরত কর্মকর্তা (এসআই) আলী আজম বলেন, ‘পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় মূল হোতা আব্দুর রউফকে ভোর ৫টার দিকে আটক করা হয়েছে। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: