ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

তিনগুণ আয় বাড়ার সুখবর দিলো রূপালী ব্যাংক

শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:০১, ৩০ মে ২০২৩

তিনগুণ আয় বাড়ার সুখবর দিলো রূপালী ব্যাংক

চলতি অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ মাসে সমাপ্ত প্রথম প্রান্তিকে তিনগুণ আয় বাড়ার সুখবর দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক লিমিটেড।

আজ মঙ্গলবার কোম্পানির পর্ষদ সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, রূপালী ব্যাংকের শেয়ার প্রতি আয় হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১২ পয়সা।

এ সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৩৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২১ পয়সা।

সমাপ্ত প্রান্তিকে ব্যাংকটির এককভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৫ টাকা ৭৭ পয়সা। সমন্বিতভাবে যা হয়েছে ৩৭ টাকা ৫৩ পয়সা।

এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন আজ প্রকাশ করেছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেড।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪১ পয়সা।

 

শেয়ার বিজনেস24.কম