ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ঢাকার ৩৩ থানার ওসি বদলি হচ্ছে

জাতীয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:৩০, ৪ ডিসেম্বর ২০২৩

ঢাকার ৩৩ থানার ওসি বদলি হচ্ছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৩ থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। আজ রবিবার ডিএমপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, যে সব ওসিকে বদলি করা হবে তারা ছয় মাসের বেশি সময় ধরে তাদের বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সব ওসি ও ইউএনওদের বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্দেশের পরিপ্রেক্ষিতেই ডিএমপিতে এ রদবদল হচ্ছে।

দুয়েকদিনের মধ্যে এ বদলির আদেশ হতে পারে বলে ডিএমপির ওই সূত্রটি জানিয়েছে। ঢাকার বিভিন্ন থানার ওসিদের বদলির অনুমোদন চেয়ে নির্বাচন কমিশনে একটি প্রস্তাবও জমা দিতে যাচ্ছে ডিএমপি। সূত্র : আমাদের সময়

শেয়ার বিজনেস24.কম