ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ট্রাস্ট ইসলামী লাইফের শেয়ার নিয়ে ফের কারসাজি ?

শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:৩৯, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১০:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ট্রাস্ট ইসলামী লাইফের শেয়ার নিয়ে ফের কারসাজি ?

 

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২২ দশমিক ৪১ শতাংশ বেড়েছে।

গত সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৪২ কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৬ আগস্ট ট্রাস্ট ইসলামী লাইফের শেয়ারদর ছিল ৪৭ টাকা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৫ টাকায়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১১ টাকা ও ৮৬ টাকা ৯০ পয়সা।

চলতি বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এ কোম্পানি। পুঁজিবাজারে লেনদেনের শুরুতে টানা অস্বাভাবিকভাবে বাড়ে শেয়ারটির দর। পরে ডিএসইর নোটিশের পর দর কমতে থাকে। তখনই এ কোম্পানির শেয়ার দর বাড়ার ধরন নিয়ে কারসাজির সন্দেহের সৃষ্টি হয়। কারণ আইপিও শেয়ার নিয়ে একটি চক্র সবসময়ই তৎপর থাকে। এ চক্রের সঙ্গে কোম্পানির সংশ্লিষ্ট ব্যক্তিরাও জড়িত থাকেন। এছাড়া ট্রাস্ট লাইফের শেয়ার দর ফের ঊর্ধ্বমুখী হওয়ার মূল্যসংবেদনশীল তথ্যও প্রকাশ করেনি কোম্পানিটি।

 এজন্য কোম্পানিটির শেয়ার নিয়ে ফের কারসাজি চক্র সক্রিয় হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা এ কোম্পানির শেয়ারে বিনিয়োগে সতর্ক হওয়ার পরামর্শ দেন।

শেয়ার বিজনেস24.কম