facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

টপ গেইনারে ড্রাগন সোয়েটার


২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার, ০৫:২০  পিএম

শেয়ার বিজনেস24.কম


টপ গেইনারে ড্রাগন সোয়েটার

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩০ দশমিক ৯৭ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১০ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৫১ কোটি ৯৪ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সট ফ্যাশন কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৩ দশমিক ১৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬ কোটি ২৪ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৩১ কোটি ২১ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজ ২০ দশমিক ৯৫ শতাংশ দর বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫ কোটি ১০ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২৫ কোটি ৫৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংকে ১৭.৫৩ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি ১৫.৮৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে ১৪.২৯ শতাংশ, আমরা টেকনোলজিতে ১৩.৬২ শতাংশ, পেনিনসুলা চিটাগাংয়ে ১৩.২৮ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সে ১২.৮৭ শতাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্সে ১২ দশমিক ৮০ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: