facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

জমকালো আয়োজনে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন


১৭ মে ২০২৩ বুধবার, ১২:৩৩  পিএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


জমকালো আয়োজনে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

১৯৪৬ সালে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মেলা বসেছে। সেখানে বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং চলচ্চিত্র ভক্তরা।

দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে মঙ্গলবার (১৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে টানা দুই ঘণ্টা চলে লালগালিচায় তারকা-শিল্পী-কুশলীদের পদচারণা ও ফটোশুট। সাগরপাড়ের পালে দে ফেস্টিভ্যাল ভবনকে ঘিরে গোটা বিশ্ব থেকে আগত চলচ্চিত্র সংশ্লিষ্টদের আগ্রহ যেন উপচে পড়ছে। মধ্যরাতেও ভবনের সামনে মানুষের ভিড়।

উৎসবের প্রথম দিনেই পর্দায় ফিরছেন হলিউড তারকা জনি ডেপ। তার অভিনীত সিনেমা ‘জন দ্যু ব্যারি’ প্রথমবারের মতো কান উৎসবে প্রিমিয়ার হয়। একই দিনে ফ্রান্সেও সিনেমাটি মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছেন মাওয়েন, যিনি সিনেমার মুখ্য নারী চরিত্রে জনি ডেপের বিপরীতে অভিনয় করেছেন। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন জনি ডেপ, মাওয়েন,এবং বেঞ্জামিন লাভেরে, পিয়েরে রিচার্ড, প্যাসকেল গ্রেগরি, মেলভিল পাউপাউড। সিনেমার গল্প কিং লুই ফিফটিন এবং নারী চরিত্র ‘ভুবেরনিয়ার’ এর সঙ্গে পরকীয়া স্ক্যান্ডাল নিয়ে গড়ে উঠেছে।

জনি ডেপ কিং লুই ফিফটিনের ভূমিকায় অভিনয় করেছেন। এদিন সন্ধ্যায় আরও উপস্থিত ছিলেন ক্যাথরিন জেটা-জোনস, মাইকেল ডগলাস, ক্যাথরিন ডেনিউভ, উমা থারম্যান, এলি ফ্যানিং, হেলেন মিরেন, ম্যাডস মিকেলসেন, এমমানুয়েল বার্ট, ফ্রাঞ্জ রোগোস্কি, মারিয়া ডি মেডিইরোস, পম ক্লেমেন্টিফ এবং ফ্যান বিংবিগ।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিলেন অভিনেত্রী চিয়ারা মাস্ত্রোইয়ান্নি। পালে দে ফেস্টিভ্যালের গ্র্যান্ড লুমিয়রের থিয়েটারের মঞ্চে স্বাগত জানান উৎসবের প্রতিযোগিতা বিভাগে জুড়ি প্রধান সুইডিশ পরিচালক রুবেন অস্টলুন্ডসহ অন্য সদস্যদের।

তারা হলেন- ‘ক্যাপ্টেন মারভেল’ তারকা ব্রি লারসন, আমেরিকান অভিনেতা পল ড্যানো, মরোক্কান পরিচালক মরিয়ম টুজানি, ফরাসি অভিনেতা দঁনি মিনোশেঁ, জাম্বিয়ান-ওয়েলশ পরিচালক-চিত্রনাট্যকার রুঙ্গানো নিয়োনি, আফগান কথাসাহিত্যিক-নাট্যকার আতিক রহিমি, আর্জেন্টাইন পরিচালক দামিয়ান সিফ্রন এবং স্বর্ণপামজয়ী ফরাসি পরিচালক জুলিয়া দুকুরনো।

এর আগে ঘোষণা হয়েছে এবারের উৎসবের প্রধান বিচারক হিসেবে আছেন সুইডেনের চলচ্চিত্র পরিচালক রুবেন অস্টলান্ড।

মূল প্রতিযোগিতায় স্থান পাওয়া ১৯টিসহ অফিসিয়াল সিলেকশনে থাকা মোট ৫২টি চলচ্চিত্রের তালিকা ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।

কান চলচ্চিত্র উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিস নোব্লোচ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে প্যারিসের ইউজিসি নর্মান্ডি সিনেমা হল থেকে উৎসবের পুরো লাইনআপ ঘোষণা করেন। উৎসবিট চলবে ২৭ মে পর্যন্ত।

এবারের স্বর্ণপাম প্রতিযোগিতায় যে ১৯টি চলচ্চিত্র স্থান পেয়েছে সেগুলো হলো, ক্লাব জিরো, পরিচালক: জেসিকা হাউসনার। দ্য জোন অব ইন্টারেস্ট, পরিচালক: জোনাথন গ্লেজার। ফলেন লিভস, পরিচালক: আকি কৌরিসমকি।

ফোর ডটার্স, পরিচালক: কাউথার বেন হানিয়া। অ্যাস্টেরয়েড সিটি, পরিচালক: ওয়েস অ্যান্ডারসন। অ্যানাটমি ডি উনে চুট, পরিচালক: জাস্টিন ট্রিয়েট। মনস্টার, পরিচালক: হিরোকাজু কোর-এডা। সল ডেলভানাইর, পরিচালক: নান্নি মরেট্টি। লা চিমেরা, পরিচালক: এলিস রোহরওয়াচার। লা’টে ডেরনির, পরিচালক: ক্যাথেরিন ব্রেইল্লাত। লে প্যাশন ডি ডোদিন বৌফান্ট, পরিচালক: ট্রান আনহ হুং। অ্যাবাউট ড্রাই গ্রাসেস, পরিচালক: নুরি বিলগে চেইলান। মে ডিসেম্বর, পরিচালক: টড হেইন্স।

রাপিটো, পরিচালক: মার্কো বেলোচ্চিও। ফায়ারব্র্যান্ড, পরিচালক: করিম আইনুজ। দ্য ওল্ড ওক, পরিচালক: কেন লোচ। বনেল এট আদমা, পরিচালক: রামাতা-তৈলায়ে সি। পারফেক্ট ডেইজ, পরিচালক: উইম ওয়েন্ডারস এবং সর্বশেষ চলচ্চিত্র জেউনেস্সে, পরিচালক: ওয়াং বিং।

প্রতিযোগিতার বাইরে যে চলচ্চিত্রগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম কয়েকটি চলচ্চিত্র হলো: কিলার অব দ্য ফ্লাওয়ার মুন, পরিচালক: মার্টিন স্কোরসেস। জেয়ান্নে ডু ব্যারি, পরিচালক: মাঈয়েন। দ্য আইডল, পরিচালক: স্যাম লেভিনসন। কাবওয়েব, পরিচালক: কিম জি-উন এবং ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি, পরিচালক: জেমস ম্যাঙ্গোল্ড।

সূত্র : কান চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: