
অবশেষে থামল ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগে ১২ ম্যাচের জয়রথ। তাদের ১-১ গোলে রুখে দিল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। যদিও প্রথমে সিটিই এগিয়ে ছিল। তবে শেষ পর্যন্ত মূল্যবান এক পয়েন্ট নিয়ে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করল ব্রাইটন।
বুধবার (২৪ মে) রাতে ব্রাইটনের মাঠে ফিল ফোডেন সিটিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন হুলিও এনসিসো।
ম্যাচের ২৫তম মিনিটে মাঝমাঠ থেকে রিয়াদ মাহরেজের পাস ধরে এগিয়ে যান আর্লিং হলান্ড। গোলরক্ষক এগিয়ে আসায় নরওয়ের ফরোয়ার্ড অন্য পাশে বল দেন ফোডেনকে। এই ইংলিশ মিডফিল্ডারের শটে বল ব্রাইটনের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়।
কিন্তু খানিক পর কাওরো মিতোমা সিটি জালে বল পাঠালে উৎসবে মাতে ব্রাইটন, তবে বল মিতোমার হাতে লাগায় গোল মেলেনি। ৩৮তম মিনিটে দুর্দান্ত গোলে সমতা ফেরান এনসিসো। ২৫ গজ দূর থেকে তার ডান পায়ের জোরাল শটে বল দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জাল খুঁজে নেয়।
৩৭ ম্যাচে চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট ৮৯। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ব্রাইটন।
শেয়ার বিজনেস24.কম