
লা লিগায় বার্সেলোনার বিপক্ষে আজকের এল ক্লাসিকো ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য শুধু মর্যাদার নয়, বরং শিরোপা-যুদ্ধে টিকে থাকার শেষ বড় সুযোগও। মৌসুমে একটাও ট্রফি না পাওয়া আনচেলত্তির দল যদি আজ জয় পায়, তবে তাদের শিরোপা-আশা টিকে থাকবে কিছুটা হলেও। তবে হারলে বার্সা ৭ পয়েন্টে এগিয়ে যাবে এবং এক জয়েই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলবে। তাই আজ জিততেই হবে রিয়ালকে, আর সেটা করতে হলে মাঠে নিতে হবে তিনটি কৌশল।
প্রথমত, আর্দা গুলারকে শুরু থেকেই খেলানো উচিত। তরুণ তুর্কি এই মিডফিল্ডার সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন। শেষ তিন ম্যাচে করেছেন দুই গোল ও দুই অ্যাসিস্ট। তাঁর খেলার ধরনে ভিন্নতা আসে রিয়ালের আক্রমণে, যা দরকার বার্সার কড়া ডিফেন্স ভাঙতে। রদ্রিগোর অফফর্মের কারণে গুলারই হতে পারেন রিয়ালের ‘ট্রাম্প কার্ড’।
দ্বিতীয়ত, বার্সেলোনার অফসাইড ফাঁদে না পড়া। হান্সি ফ্লিকের দল এখন হাইলাইন ডিফেন্সে খেলে, যা প্রতিপক্ষকে বারবার অফসাইডে ফেলছে। তবে এই কৌশলে ঝুঁকিও আছে। ইন্টার মিলান যেমন এই ফাঁক গলেই বার্সার বিপক্ষে সাত গোল দিয়েছে। এমবাপ্পে ও ভিনিসিয়ুসের গতিকে কাজে লাগিয়ে রিয়াল চাইলে এই ফাঁদ ভেদ করতে পারে, যদি পাস হয় নিখুঁত সময়জ্ঞানসহ।
তৃতীয়ত, রক্ষণে বাড়াতে হবে সতর্কতা ও ঘনত্ব। রাফিনিয়া ও ইয়ামালের গতি ও ড্রিবলিং রিয়ালের জন্য বড় হুমকি। লেভানডভস্কি শতভাগ ফিট না হলেও বাকি দুজন আজও ম্যাচ গড়ার ক্ষমতা রাখে। কিন্তু রিয়ালের ডিফেন্স এখন চোট-জর্জরিত। তাই আনচেলত্তিকে খেলাতে হচ্ছে তরুণদের। এ অবস্থায় রক্ষণে ঘন হয়ে, পরস্পরের পাশে থেকে খেললেই প্রতিরোধ সম্ভব। একটি ভুলও হতে দেওয়া যাবে না আজ।
রিয়াল যদি এই তিনটি কৌশল কাজে লাগাতে পারে, তবে এল ক্লাসিকোর এই ম্যাচে জয় কেবল সম্ভাব্যই নয়, বাস্তবতাও হয়ে উঠতে পারে।