ঢাকা   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ট্রফি নেই, চুক্তিও নয়—আল নাসরের সঙ্গে আলোচনা স্থগিত করলেন রোনালদো

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:৫৯, ১১ মে ২০২৫

সর্বশেষ

ট্রফি নেই, চুক্তিও নয়—আল নাসরের সঙ্গে আলোচনা স্থগিত করলেন রোনালদো

দুর্দান্ত পারফরম্যান্স করেও দলের ব্যর্থতায় হতাশ ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি মৌসুমে আল নাসরের হয়ে ৩৩ গোল ও ৪টি অ্যাসিস্ট করেও কোনো ট্রফি না পাওয়ায় ক্লাবটির সঙ্গে নতুন চুক্তির আলোচনা আপাতত স্থগিত রেখেছেন এই পর্তুগিজ তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, শিরোপাশূন্য মৌসুমে রোনালদোর মধ্যে ক্লাব নিয়ে হতাশা স্পষ্ট।

সৌদি প্রো লিগের এখনো চার ম্যাচ বাকি থাকলেও আল নাসরের শিরোপার দৌড় শেষ হয়ে গেছে আগেই। ৮ মে আল ইত্তিহাদের বিপক্ষে ৩-২ গোলে হেরে পয়েন্ট ব্যবধানে অনেক পিছিয়ে পড়েছে দলটি। ৩০ ম্যাচে আল নাসরের সংগ্রহ মাত্র ৬০ পয়েন্ট, যেখানে শীর্ষে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৭১। এর আগেই এএফসি চ্যাম্পিয়নস লিগ থেকেও ছিটকে পড়ে আল নাসর, ফলে মৌসুম শেষ হচ্ছে শূন্য হাতে।

এই ব্যর্থতায় রোনালদোর মনোভাব বদলেছে বলেই ধারণা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ ম্যাচে হারার পর মাঠ ছাড়ার সময় রোনালদোর বিরক্ত প্রতিক্রিয়া ক্লাব কর্তৃপক্ষ ভালোভাবে নেয়নি। অথচ কয়েক মাস আগেই খবর এসেছিল, রোনালদো আল নাসরের সঙ্গে শতাব্দীর সেরা চুক্তি করতে যাচ্ছেন—যেখানে শুধু বিশাল অঙ্কের বেতনই নয়, ক্লাবটির আংশিক মালিকানাও পেতেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, এক মৌসুমের জন্য রোনালদোকে দেওয়া হচ্ছিল প্রায় ১৮ কোটি ৩০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ২৯৫ কোটি টাকা), সঙ্গে মালিকানার ৫ শতাংশ। কিন্তু সেই আলোচিত প্রস্তাব এখন থেমে গেছে।

২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত রোনালদো কোনো বড় শিরোপা জেতাতে পারেননি দলকে। একমাত্র অর্জন ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। সময় গড়াচ্ছে, বয়স বাড়ছে—তাই রোনালদো হয়তো এখন ভাবছেন প্রাপ্তি আর ভবিষ্যতের দিকেই।

 

সর্বশেষ