ঢাকা   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব ছাড়া দল ঘোষণা: কী হতে পারে ভবিষ্যৎ?

খেলার জগৎ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:০১, ১১ জানুয়ারি ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব ছাড়া দল ঘোষণা: কী হতে পারে ভবিষ্যৎ?

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালের বিদায়ের পর এবার সাকিবেরও আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে চলমান জটিলতা এবং তার অবৈধ বোলিং অ্যাকশনের কারণে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে তাকে দলে না রাখার। কাল রাত পর্যন্ত সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষার ফলাফল নিয়ে কোনো ইতিবাচক খবর না পাওয়ায়, বিসিবি নিশ্চিত করেছে যে চ্যাম্পিয়নস ট্রফির দলে সাকিব থাকছেন না।

নির্বাচকদের মতে, সাকিব এবং তামিমের অনুপস্থিতি সত্ত্বেও দল গঠনে বড় সমস্যা হবে না, কারণ তারা আগে থেকেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছেন। তবে তামিমের অভিজ্ঞতা এবং সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের অভাব দলকে ভোগাতে পারে।

ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রথম প্রশ্ন ওঠে। এরপর একাধিক পরীক্ষায় তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী সাকিব ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন, আন্তর্জাতিক ক্রিকেটে তাকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হবে কি না, সে বিষয়ে বিসিবি সিদ্ধান্তহীন ছিল।

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। সাকিবকে দলে ফেরানোর সম্ভাবনা থাকলেও, পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত সেটি সম্ভব নয়।

বর্তমানে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তার শেষ আন্তর্জাতিক ম্যাচ কি ভারতের বিপক্ষে ছিল? এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলুন বা না খেলুন, সাকিবের অবসর নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।

শেয়ার বিজনেস24.কম