facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণায় নজর বিনিয়োগকারীদের


২৪ মার্চ ২০২৩ শুক্রবার, ০৭:৪১  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


চার কোম্পানির লভ্যাংশ ঘোষণায় নজর বিনিয়োগকারীদের

পর্ষদ সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। ওই সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

কোম্পানিগুলো হলো-প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স, আইসিবি ইসলামি ব্যাংক ও পাইওনির ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গেছে, কোম্পানি চারটির মধ্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ০৩ এপ্রিল বেলা ২টায়, ডেল্টা ব্র্যাকের ২৮ মার্চ বেলা ২ টায়, আইসিবি ইসলামি ব্যাংকের ২৮ মার্চ বেলা আড়ইটায় এবং পাইওনির ইন্স্যুরেন্সের ২৭ মার্চ বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে ৩৭ টাকা ৭০ পয়সা থেকে ৬৭ টাকা ২০ পয়সায় শেয়ার দর ওঠানামা করে।

সর্বশেষ ২০২১ সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স : গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৭ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে ৫৭ টাকা থেকে ৬৯ টাকা ৯০ পয়সায় শেয়ার দর ওঠানামা করে।

সর্বশেষ ২০২১ সালে ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

পাইওনির ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭১ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে ৬৯ টাকা ৮০ পয়সা থেকে ১০৭ টাকা ৯০ পয়সায় শেয়ার দর ওঠানামা করে।

সর্বশেষ ২০২১ সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

আইসিবি ইসলামি ব্যাংক: গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে ৩ টাকা ৮০ পয়সা থেকে ৬ টাকা ৬০ পয়সায় শেয়ার দর ওঠানামা করে।

সর্বশেষ ২০২১ সালে ব্যাংকটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি।

এখন কোম্পানিগুলো ২০২২ সমাপ্ত অর্থবছরে কেমন লভ্যাংশ দেয় সেদিকে নজর দিয়েছেন বিনিয়োগকারীরা। 

 

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: