facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও শুরু ১৬ অক্টোবর


১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার, ০৩:১৮  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও শুরু ১৬ অক্টোবর

ব্যাংক খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন শুরু হবে আগামী ১৬ অক্টোবর। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক খাতের প্রতিষ্ঠানটি আইপিওর মাধ্যমে ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর করে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা উত্তোলন করবে।

এ লক্ষ্যে চলতি বছরের ১৫ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৭তম সভায় কোম্পানিটির আইপিওর অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির তথ্য মতে, গ্লোবাল ইসলামী ব্যাংক ১০ টাকা অভিহিত মূল্যে সাড়ে ৪২ কোটি শেয়ার ছেড়ে এ টাকা উত্তোলন করবে।

এই টাকা এসএমই, সরকারি সিকিউরিটিজ ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে গ্লোবাল ইসলামী ব্যাংক।

আইপিওটি বাজারে আনতে ইস্যু ব্যবস্থাপনার কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

কোম্পানিটির ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪২ টাকায়। আর বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ০৮ টাকা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: