facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

গিবসন সিকিউরিটিজের যাত্রা শুরু


২৪ মে ২০২৩ বুধবার, ০১:১১  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


গিবসন সিকিউরিটিজের যাত্রা শুরু

দেশের পুঁজিবাজারে যাত্রা শুরু হলো গিবসন সিকিউরিটিজ লিমিটেডের। ২৩ মে মঙ্গলবার গিবসন সিকিউরিটিজ লিমিটেড-এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠান হয়।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আবু নাসের, ডিরেক্টর, এফবিসিসিআই, আমজাদ হোসেন, ডিরেক্টর-ইন-চার্জ, এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ক্যাপিটাল মার্কেট অ্যান্ড বন্ড, রিচার্ড ডি’ রোজারিও, প্রেসিডেন্ট, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন, মো: সায়েদুর রহমান, প্রেসিডেন্ট, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত), ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং ড: রেজওয়ানুল হক খান, অধ্যাপক, ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।

গিবসন সিকিউরিটিজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মো: গোলাম মোস্তফা ভুঁইয়া এবং অন্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গিবসন সিকিউরিটিজ লিমিটেড তাদের বিভিন্ন সেবা এবং গ্রাহক সেবা কার্যক্রম বিষয়ে আলোচনা করে। এছাড়াও তারা তাদের প্রত্যাশা ও লক্ষ্য এবং পুঁজিবাজারের উন্নয়নে তাদের সংকল্প ব্যক্ত করে। সম্মানিত অতিথিরা তাদের বক্তব্যে পুঁজিবাজারের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। প্রসঙ্গত, গিবসন সিকিউরিটিজ লিমিটেড সম্প্রতি ব্রোকার এবং ডিলার লাইসেন্সপ্রাপ্ত। প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: