ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড ২০২৪-এর ন্যাশনাল রাউন্ড

বিজ্ঞান ও প্রযুক্তি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৯, ৩ অক্টোবর ২০২৪

এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড ২০২৪-এর ন্যাশনাল রাউন্ড

"বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন" নামে বিজ্ঞান সংগঠন। যা ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে বিজ্ঞানকে জনপ্রিয় করা নিয়ে কাজ করছে। সংগঠনটি চলতি বছর ১০ জেলায় "অ্যাস্ট্রো অলিম্পিয়াড" আয়োজন করেছে।

৪ অক্টোবর শুক্রবার "অ্যাস্ট্রো অলিম্পিয়াড ২০২৪" এর ন্যাশনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। সংগঠনটির নেতারা আশা করছেন, সারা দেশ থেকে তিনশ জনেরও অধিক ছাত্র-ছাত্রী ন্যাশনাল রাউন্ডে অংশগ্রহন করবে।

তাদের থেকে শীর্ষ ১০ জন প্রতিযোগীকে বাছাই কো হবে, যারা চলতি বছর "আন্তর্জাতিক অ্যাস্ট্রো অলিম্পিয়াড"-এ অংশগ্রহন করবে।

ইভেন্ট: এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড ২০২৪ - ন্যাশনাল রাউন্ড
তারিখ: ৪ অক্টোবর, শুক্রবার
পুরষ্কার বিতরণীর সময়: বিকাল ৩-৪টা
স্থান: ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
এ, ২ জহুরুল ইসলাম এভিনিউ, আফতাব নগর, ঢাকা-১২১২

শেয়ার বিজনেস24.কম