
দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। ভ্যালেন্সিয়ায় মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা গোলবন্যা বইয়ে দিয়ে ব্রাজিলকে ৬-০ ব্যবধানে পরাজিত করে।
প্রথমার্ধেই ধস
ম্যাচ শুরুর ১১ মিনিটের মধ্যে ৩ গোল করে ব্রাজিলকে হতবাক করে দেয় আর্জেন্টিনা। রিভার প্লেটের প্রতিভা ইয়ার সুবিয়াব্রের গোল দিয়ে শুরু, এরপর ৮ মিনিটে ম্যানচেস্টার সিটির (ধারে রিভার প্লেটে) ১৯ বছর বয়সী এচেভেরির অসাধারণ ফিনিশিং। ১১ মিনিটে ব্রাজিলের রাইটব্যাক ইগর সেরাতোর আত্মঘাতী গোল যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায়।
দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার দাপট
বিরতির পরও গোলের ক্ষুধা মেটেনি আর্জেন্টিনার। ৫২ ও ৫৪ মিনিটে অগাস্তিন রুবের্তো এবং এচেভেরি গোল করে ব্যবধান বাড়ান। ম্যাচের শেষ গোলটি করেন সান্তিয়াগো হিদালগো।
আর্জেন্টিনার জন্য রেকর্ড, ব্রাজিলের জন্য লজ্জা
এটাই ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জাতীয় দলের যে কোনো স্তরের সবচেয়ে বড় জয়। এর আগে ১৯৪০ সালে ৬-১ গোলের জয়টাই ছিল আর্জেন্টিনার রেকর্ড। আর ব্রাজিলের জন্য এটি তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়।
ম্যাচ শেষে প্রতিক্রিয়া
জয়ের পর আর্জেন্টিনার ফরোয়ার্ড এচেভেরি বলেন, "দারুণ খেলেছি আমরা। ব্রাজিলের বিপক্ষে এমন জয় আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। তবে আমরা এখানেই থামব না। আমাদের আরও উন্নতি করতে হবে।"
বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে
এই টুর্নামেন্ট থেকে সেরা চার দল খেলবে সেপ্টেম্বরে চিলিতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। আর্জেন্টিনার এমন দাপুটে জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।
সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া
ব্রাজিলের এই হার নিয়ে মিম বানানোতে মেতেছে আর্জেন্টিনা সমর্থকরা। একটি ভাইরাল মিমে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের লোগোর পাশে একটি বিড়াল বসে যেন লোগোটির দিকে তাকিয়ে "দুঃখ" প্রকাশ করছে।
এমন ঐতিহাসিক পরাজয় ব্রাজিলের জন্য লজ্জাজনক, আর আর্জেন্টিনার জন্য তা গৌরবময় স্মরণীয় অধ্যায়।
শেয়ার বিজনেস24.কম