
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি চলতি অর্থবছরের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গতকাল বৃহস্পতিবার কোম্পানিগুলোর পৃথক পর্ষদ সভায় স্ব স্ব আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয় বলে জানা গেছে।
অ্যাসোসিয়েটেড অক্সিজেন
সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪৬ পয়সা।
আর গত জুলাই থেকে চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত তিন প্রান্তিকে অ্যাসোসিয়েট অক্সিজেনের শেয়ার প্রতি ১ টাকা ২৬ পয়সা আয় হয়েছে। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৩৪ পয়সা।
৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা।
এএফসি অ্যাগ্রো
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৫ পয়সা।
আর গত জুলাই থেকে চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১৭ পয়সা আয় হয়েছে। আগের বছর একই সময়ে যা ৩৯ পয়সা আয় হয়েছিল।
৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৮ টাকা ৩৩ পয়সা।
ইন্দো-বাংলা ফার্মা
চলতি অর্থবছরের মার্চে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০১ পয়সা। আগের বছর একই সময়ে যা হয়েছিল ১২ পয়সা।
আর গত জুলাই থেকে চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ১০ পয়সা। আগের বছর একই সময়ে যা হয়েছিল ৬২ পয়সা।
৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৩ টাকা ৯৯ পয়সা।
শেয়ার বিজনেস24.কম