
পুঁজিবাজারে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে ৫ ইন্স্যুরেন্স কোম্পানিসহ আট শেয়ারে ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে। একদিনে সর্বোচ্চ যতটাকা বাড়া যায় এদিন ততটাকাই বেড়েছে এসব শেয়ারের দর।
আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বেড়ে ৫১ টাকা ৯০ পয়সায় দাঁড়ায়। এছাড়া লিগ্যাসি ফুটওয়্যারের দর ৯ টাকা ১০ পয়সা বেড়ে ১০০ টাকা ৫০ পয়সায়, ন্যাশনাল টির ৩৩ টাকা ৪০ পয়সা বেড়ে ৪১৫ টাকা ৪০ পয়সায়, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের দর ৪ টাকা ২০ পয়সা বেড়ে ৪৬ টাকা ৬০ পয়সায়, প্রাইম লাইফের ৬ টাকা বেড়ে ৬৬ টাকা ৭০ পয়সায়, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের দর ২ টাকা ৭০ পয়সা বেড়ে ৩০ টাকা ৬০ পয়সায়, সোনালী লাইফের ৭ টাকা ৭০ পয়সা বেড়ে ৮৫ টাকা ৪০ পয়সায় ও ট্রাস্ট লাইফের শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বেড়ে ২৮ টাকা ১০ পয়সায় স্থির হয়।
আজ ডিএসইর প্রধান সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২৫ পয়েন্টে উঠে আসে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৭০টির ও অপরিবর্তীত ছিল ১৭৪টি কোম্পানির শেয়ার দর।
আজ টাকার অংকে লেনদেন হয়েছে মোট ১ হাজার ৩৬ কোটি টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ১ হাজার ১০৯ কোটি টাকা।
এদিন টপটেন গেইনারের শীর্ষে ছিল ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এর পর পর্যায়ক্রমে ছিল- লিগ্যাসি ফুটওয়্যার, সোনালী লাইফ, পদ্মা লাইফ, প্রাইম লাইফ, প্রোগ্রেসিভ লাইফ, ট্রাস্ট লাইফ, সন্ধানী লাইফ, রূপালী লাইফ ও ন্যাশনাল টি।
টপটেন লুজারে ছিল- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, ইয়াকিন পলিমার, খান ব্রাদার্স, ফার কেমিক্যাল, মুন্নু সিরামিকস, ফারইস্ট নিটিং ও ন্যাশনাল ফিড।
সর্বোচ্চ লেনদেন হওয়া কোম্পানিগুলোর শীর্ষে ছিল বিএসসি। এছাড়া নাভানা ফার্মা, মেঘনা লাইফ, সিপার্ল বিচ, ইস্টার্ন হাউজিং, চার্টার্ট ইসলামী লাইফ, সিভিও পেট্রোকেমিক্যাল, ইন্ট্রাকো রিফ্যুয়েলিং, ফারইস্ট লাইফ ও গ্লোবাল ইসলামী ব্যাংক সর্বোচ্চ লেনদেন হওয়া দশ কোম্পানির তালিকায় ছিল।
শেয়ার বিজনেস24.কম