ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আইন লঙ্ঘনে লঙ্কান অ্যালায়েন্স ফিন্যান্সের আইপিও বাতিল

শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:০১, ২৯ মে ২০২৩

আইন লঙ্ঘনে লঙ্কান অ্যালায়েন্স ফিন্যান্সের আইপিও বাতিল

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের আইপিও আবেদন নাকচ করেছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের পর বোনাস লভ্যাংশ ইস্যু করায় কোম্পানির আইপিও বাতিল করা হয় বলে জানা গেছে। তবে কোম্পানিটিকে নতুন করে আবেদন জমা দেওয়ার কথা বলেছে বিএসইসি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স গত এপ্রিল মাসে আইপিওর মাধ্যমে অর্থ তোলার আবেদন করে। শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা তুলতে চায় কোম্পানিটি। তবে আইপিও আবেদনের পর কোম্পানিটি আইন ভঙ্গ করে বোনাস ইস্যু করে শেয়ার সংখ্যা বৃদ্ধি করে।

বিএসইসির আইন অনুযায়ী, আইপিওর আবেদনের মধ্যে কোনো কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানোর সুযোগ নেই।

জানা গেছে, ২০২২ সালে লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স ১০ শতাংশ লভ্যাংশ ইস্যু করেছে। এরমধ্যে ৫ শতাংশ বোনাস আর ৫ শতাংশ নগদ।

কোম্পানিটির আইপিওর ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ার বিজনেস24.কম