ঢাকা   শনিবার ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বিনিয়োগকারীদের হতাশায় ডুবালো ১৩ খাত

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ১৭ জানুয়ারি ২০২৬

বিনিয়োগকারীদের হতাশায় ডুবালো ১৩ খাত

বিদায়ী সপ্তাহে (১১–১৫ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই নিম্নমুখী ছিল। একই সঙ্গে টাকার অংকে মোট লেনদেন কমেছে এবং অধিকাংশ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার দরও হ্রাস পেয়েছে।

বাজারের এমন নেতিবাচক পরিস্থিতিতে ১৩টি খাতের শেয়ারে বিনিয়োগ করে লোকসানের মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। অর্থাৎ আলোচ্য সপ্তাহে এসব খাতে সাপ্তাহিক রিটার্ন ছিল নেতিবাচক। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ চিত্র উঠে এসেছে।

লোকসানের তালিকায় থাকা খাতগুলো হলো— কাগজ ও প্রকাশনা, ভ্রমণ ও অবকাশ, পাট, তথ্য প্রযুক্তি, সেবা ও আবাসন, আর্থিক, মিউচ্যুয়াল ফান্ড, বস্ত্র, প্রকৌশল, সিরামিকস, ব্যাংক, সিমেন্ট এবং বিবিধ খাত।

সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর কমেছে কাগজ ও প্রকাশনা খাতে। আলোচ্য সপ্তাহে এই খাতে শেয়ারের দর কমেছে ৩ দশমিক ৫১ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ দর পতন হয়েছে ভ্রমণ ও অবকাশ খাতে। সাপ্তাহিক রিটার্নে খাতটির দর কমেছে ৩ দশমিক ১১ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছে পাট খাত। সপ্তাহজুড়ে এই খাতে শেয়ারের দর হ্রাস পেয়েছে ৩ দশমিক ০৪ শতাংশ।

অন্য খাতগুলোর মধ্যে তথ্য প্রযুক্তি খাতে দর কমেছে ২ দশমিক ৯৩ শতাংশ, সেবা ও আবাসন খাতে ২ দশমিক ৭৫ শতাংশ, আর্থিক খাতে ২ দশমিক ৪৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২ দশমিক ১৫ শতাংশ এবং বস্ত্র খাতেও দর কমেছে ২ দশমিক ১৫ শতাংশ।

এ ছাড়া প্রকৌশল খাতে শেয়ারের দর কমেছে ১ দশমিক ৯৬ শতাংশ, সিরামিকস খাতে ১ দশমিক ৯৩ শতাংশ, ব্যাংক খাতে ১ দশমিক ৯২ শতাংশ, সিমেন্ট খাতে ১ দশমিক ৪৭ শতাংশ এবং বিবিধ খাতে দর কমেছে ০ দশমিক ০৮ শতাংশ।

সব মিলিয়ে, বিদায়ী সপ্তাহে বাজারজুড়ে নেতিবাচক প্রবণতার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে এই ১৩ খাতে, যা বিনিয়োগকারীদের হতাশা আরও বাড়িয়েছে।