বিদায়ী সপ্তাহে (১১–১৫ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধানসহ সব সূচকই নিম্নমুখী ছিল। একই সঙ্গে টাকার অঙ্কে মোট লেনদেন কমেছে এবং অধিকাংশ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার দরে দেখা গেছে নেতিবাচক প্রবণতা।
তবে বাজারের এমন চাপের মধ্যেও বিনিয়োগকারীদের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। সাপ্তাহিক রিটার্নে ডিএসইর ৮টি খাতে শেয়ার দর বেড়েছে, ফলে এসব খাতে বিনিয়োগকারীরা মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছেন। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধির তালিকায় থাকা খাতগুলো হলো— ওষুধ ও রসায়ন, খাদ্য ও আনুষঙ্গিক, জেনারেল ইন্স্যুরেন্স, চামড়া, লাইফ ইন্স্যুরেন্স, বিদ্যুৎ ও জ্বালানি, করপোরেট বন্ড এবং টেলিকমিউনিকেশন খাত।
এই খাতগুলোর মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক মুনাফা এসেছে ওষুধ ও রসায়ন এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে। সপ্তাহজুড়ে এই দুই খাতে শেয়ার দর সমানভাবে ০ দশমিক ৭৯ শতাংশ করে বেড়েছে।
এর পরের অবস্থানে রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাত, যেখানে সাপ্তাহিক রিটার্নে শেয়ার দর বেড়েছে ০ দশমিক ৭৪ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি দেখা গেছে চামড়া খাতে। সপ্তাহজুড়ে খাতটির সাপ্তাহিক রিটার্ন দাঁড়িয়েছে ০ দশমিক ৪৯ শতাংশ।
এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে শেয়ার দর বেড়েছে ০ দশমিক ২৯ শতাংশ, করপোরেট বন্ড খাতে ০ দশমিক ২৪ শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাতে ০ দশমিক ১০ শতাংশ।
সব মিলিয়ে, সার্বিকভাবে বাজারে পতনের ধারা থাকলেও নির্বাচিত কয়েকটি খাতে ইতিবাচক রিটার্ন বিনিয়োগকারীদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
























