বিদায়ী সপ্তাহে (১১–১৫ জানুয়ারি) শেয়ারবাজারে সূচক পতনের পাশাপাশি টাকার অঙ্কে মোট লেনদেনও কমেছে। আলোচ্য সময়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪০ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৯৫৯ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯০০ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৪৭২ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকা কম। সামগ্রিকভাবে বাজারে নেতিবাচক প্রবণতা থাকলেও সাপ্তাহিক লেনদেনে ব্যতিক্রম হিসেবে চারটি খাতের পারফরম্যান্স নজর কেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ খাতে লেনদেন কমলেও সিরামিকস, করপোরেট বন্ড, জেনারেল ইন্স্যুরেন্স ও লাইফ ইন্স্যুরেন্স—এই চার খাতে আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে।
সপ্তাহজুড়ে সর্বোচ্চ লেনদেন হয়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে। আলোচ্য সময়ে এই খাতে মোট লেনদেন হয়েছে ২৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা, যা মোট লেনদেনের ১২ দশমিক ২৮ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় খাতটির লেনদেন বেড়েছে ২৭ দশমিক ২১ শতাংশ। প্রতিদিন গড়ে এ খাতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। সপ্তাহজুড়ে এ খাতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১০১ কোটি ৮ লাখ টাকা, যা মোট লেনদেনের ৫ দশমিক ৩২ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় খাতটির লেনদেন বেড়েছে ২৫ দশমিক ৮২ শতাংশ। প্রতিদিন গড়ে এই খাতে লেনদেন হয়েছে ২০ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা।
তৃতীয় অবস্থানে থাকা সিরামিকস খাতে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ২৪ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা, যা মোট লেনদেনের ১ দশমিক ২৮ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় এই খাতে লেনদেন বেড়েছে ১৫ দশমিক ৫৭ শতাংশ। প্রতিদিন গড়ে সিরামিকস খাতে লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা।
এ ছাড়া করপোরেট বন্ড খাতে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৬ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা, যা মোট লেনদেনের শূন্য দশমিক ৩৭ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় এ খাতে লেনদেন বেড়েছে উল্লেখযোগ্য ২ হাজার ৭১৯ দশমিক ৫১ শতাংশ। প্রতিদিন গড়ে করপোরেট বন্ড খাতে লেনদেন হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।
সব মিলিয়ে, বাজারে সার্বিকভাবে লেনদেন ও সূচক কমলেও নির্দিষ্ট কয়েকটি খাতে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাজারে বৈচিত্র্য ও স্বস্তির ইঙ্গিত দিয়েছে।
























