ঢাকা   শনিবার ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চলতি সপ্তাহে ৩ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা আসছে

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:০৬, ১৭ জানুয়ারি ২০২৬

চলতি সপ্তাহে ৩ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা আসছে

চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।যেসব কোম্পানি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে সেগুলো হলো— এডিএন টেলিকম, প্রাইম ফাইন্যান্স ও বিডি ল্যাম্পস।

ডিএসই সূত্র অনুযায়ী, প্রাইম ফাইন্যান্স পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

অন্যদিকে, এডিএন টেলিকম লিমিটেড ও বিডি ল্যাম্পস লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এসব প্রতিবেদনে কোম্পানিগুলোর ইপিএসসহ গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য তুলে ধরা হবে।

বোর্ড সভার সময়সূচি

১৮ জানুয়ারি
বিকাল ৩টায় বিডি ল্যাম্পসের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত ইপিএস প্রকাশ করা হবে।

২০ জানুয়ারি
বিকাল সাড়ে ৩টায় প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভায় ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

২১ জানুয়ারি
বিকাল ৩টায় এডিএন টেলিকমের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত ইপিএস প্রকাশ করা হবে।