বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত বা পিই রেশিও কমেছে। ১১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে শূন্য দশমিক ৫৬ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৮ দশমিক ৮২ পয়েন্ট। তবে সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৭ পয়েন্টে। ফলে এক সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে শূন্য দশমিক ০৫ পয়েন্ট।
বিশ্লেষকদের মতে, পিই রেশিও কমে আসা বাজারে শেয়ার দরের ওপর চাপ এবং বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানেরই প্রতিফলন। একই সঙ্গে এটি মূল্যায়নের দিক থেকে বাজার কিছুটা সস্তা হওয়ার ইঙ্গিতও দিচ্ছে।
























