ডিভিডেন্ড অনুমোদনের লক্ষ্যে চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এসব এজিএমে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পূর্বঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
এজিএমে অংশ নিতে যাওয়া কোম্পানিগুলো হলো— সিলকো ফার্মা, জেএমআই হসপিটাল, পাওয়ারগ্রিড, ইস্টার্ন ক্যাবলস এবং মেঘনা পেট্রোলিয়াম।
১৯ জানুয়ারি
এই দিন বেলা সাড়ে ১১টায় সিলকো ফার্মা লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে। সভায় বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
কোম্পানিটি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১ দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
২২ জানুয়ারি
এদিন বেলা ১১টায় জেএমআই হসপিটাল রিকনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
কোম্পানিটি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
২৪ জানুয়ারি
এই দিনে একাধিক কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসির এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
একই দিন বেলা ১১টায় ইস্টার্ন কেবলস লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটিও ২০২৫ অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
এদিন দুপুর ১২টায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে। সভায় বিনিয়োগকারীদের সম্মতিতে ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
কোম্পানিটি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
























