
ডিএসই পরিদর্শনে গুরুত্বপূর্ণ সফর
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী আগামীকাল রোববার, ১৮ মে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনে যাচ্ছেন। চলমান অস্থিরতা ও বাজারের অবনতিশীল ধারা পর্যালোচনার অংশ হিসেবে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বৈঠক ও মতবিনিময়ের পরিকল্পনা
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরের শুরুতে ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন ড. আনিসুজ্জামান। এরপর তিনি পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবেন এবং দিনের শেষ ভাগে ডিএসই কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখবেন।
মূল লক্ষ্য ও প্রেক্ষাপট
সফরের মূল লক্ষ্য হচ্ছে দেশের শেয়ারবাজারের বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে সংশ্লিষ্টদের দৃষ্টিভঙ্গি ও মতামত সরাসরি জানা। সংশ্লিষ্টদের আশা, এই সফরের মাধ্যমে বাজার পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের পথ সুগম হবে।
পূর্বনির্ধারিত তারিখে সফর হয়নি
প্রসঙ্গত, এ সফর মূলত হওয়ার কথা ছিল গত ৬ মে। তবে বিশেষ কারণে তা স্থগিত হয় এবং নতুন করে সফরের তারিখ নির্ধারণ করা হয় ১৮ মে।