ঢাকা   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

নওগাঁর আম পৌঁছে গেল কাতারের মেলায়

অর্থ ও বাণিজ্য

নওগাঁ প্রতিনিধি: 

প্রকাশিত: ১১:৫১, ১ জুলাই ২০২৫

নওগাঁর আম পৌঁছে গেল কাতারের মেলায়

কাতারের রাজধানী দোহায় শুরু হওয়া প্রথম বাংলাদেশি আম মেলায় ব্যাপক সাড়া ফেলেছে নওগাঁর সাপাহারের আম। সুক ওয়াকিফ মার্কেটে ২৫ শুরু হওয়া এ মেলা চলবে ১জুলাই পর্যন্ত। 

মেলায় উত্তরের কৃষি প্রধান জেলা নওগাঁর সাপাহার উপজেলার তরুণ  কৃষি উদ্যোক্তা ও বরেন্দ্র এগ্রো পার্কের পরিচালক সোহেল রানা একমাত্র আমচাষী হিসেবে অংশ গ্রহণ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, মেলায় কাতারি, বাংলাদেশি ও বিভিন্ন দেশের ভোক্তাদের ব্যাপক আগ্রহে মাত্র পাঁচ দিনেই তার স্টলের প্রায় সব আম বিক্রি হয়ে যায়। এতে বাংলাদেশের আমের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। সেই সাথে আম প্রেমীদের মাঝেও নওগাঁর সুস্বাদু আমের প্রতি আগ্রহ বেড়েছে।


বিষয়টি নিয়ে কথা হলে সোহেল রানা বলেন, এ মেলার ধারাবাহিকতা কামনা করছি। মেলায় একমাত্র আমচাষী হিসেবে স্টল নিয়ে আম বিক্রি ও নওগাঁ তথা দেশি আমের ব্র্যান্ডিং করছি। মেলা শুরুর পর থকে প্রবাসী বাংলাদেশি, কাতারি, ইন্ডিয়ান, পাকিস্তানি, ইরানিসহ নানা দেশের ক্রেতাগণ একপ্রকার হুমড়ি খেয়ে পড়েন। আলহামদুলিল্লাহ সাত দিনের মেলার পাঁচদিনে প্রায় সব আম বিক্রি হয়ে গেছে। অসাধারণ এই আম মেলা আয়োজনের জন্য কাতারে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এবং রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পিডি মো: আরিফুর রহমান স্যারসহ সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
 
তিনি আরও বলেন, এমন আয়োজনে অংশ গ্রহণ করতে পেরে খুবই উচ্ছসিত ও সৌভাগ্যবান মনে করছি। নওগাঁর আম ও পন্যগুলো ছড়িয়ে যাক সারাবিশ্বে এমনটাই প্রত্যাশা করছি।