ঢাকা   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

শেয়ার কিনে এত মুনাফা! শেয়ারবাজারে চাঞ্চল্য

শেয়ারবাজার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

শেয়ার কিনে এত মুনাফা! শেয়ারবাজারে চাঞ্চল্য

শেয়ারদামের কারসাজি ও অর্থ পাচারের অভিযোগে ভারতের হিমাচল প্রদেশভিত্তিক এলএস ইন্ডাস্ট্রিজের প্রোমোটার প্রোফাউন্ড ফাইন্যান্সসহ পাঁচটি সংস্থাকে শেয়ারবাজারে লেনদেন থেকে নিষিদ্ধ করেছে ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড (এসইবিআই)।

শেয়ারবাজারে আলোচিত এই কেলেঙ্কারির মূল দুবাইভিত্তিক এনআরআই বিনিয়োগকারী জাহাঙ্গীর পানিক্কাভিট্টিল পেরুম্বারামবাথু, যিনি "জেপিপি" নামে পরিচিত।

এসইবিআই জানিয়েছে, মাত্র ১ ডলারে এলএস ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ২৮ লাখ শেয়ার কিনে পরে তা বিক্রি করে জেপিপি ১ কোটি ১৪ লাখ রুপি (প্রায় ৩৩ কোটি টাকা) লাভ করেছেন। কোম্পানিটির রাজস্ব প্রায় শূন্য থাকা সত্ত্বেও শেয়ারের মূল্য অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। বর্তমানে তার হাতে থাকা শেয়ারগুলোর বাজারমূল্য ৬৯৮ কোটি রূপিতে পৌঁছে গেছে।

তদন্তে উঠে এসেছে, শেয়ারমূল্য কৃত্রিমভাবে বাড়াতে এলএস ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক সুয়েক মেং চায় জেপিপির কাছে ১ ডলারে ১২.১২% শেয়ার হস্তান্তর করেন, যা পরে বিপুল দামে বিক্রি করা হয়। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর শেয়ারের সর্বোচ্চ মূল্য (২৬৭.৫০ রুপি) থাকাকালে জেপিপি বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেন, যা বাজার কারসাজির সন্দেহকে আরও ঘনীভূত করেছে।

এসইবিআইর কর্মকর্তা আশ্বিনী ভাটিয়া বলেছেন, এলএস ইন্ডাস্ট্রিজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যক্রম বিনিয়োগকারীদের প্রতারিত করার সুপরিকল্পিত অংশ বলে মনে হচ্ছে। এই ঘটনায় আরও গভীর তদন্ত চালিয়ে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা।

শেয়ার বিজনেস24.কম