ঢাকা   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মদরিচের ১০ নম্বর জার্সি পাচ্ছেন এমবাপ্পে?

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৪১, ২৭ মে ২০২৫

মদরিচের ১০ নম্বর জার্সি পাচ্ছেন এমবাপ্পে?

কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই আলোচনায় ছিল তাঁর সম্ভাব্য জার্সি নম্বর। ফ্রান্স দলে ১০ ও পিএসজিতে ৭ নম্বর জার্সি পরে খেলা এই সুপারস্টারকে শুরুতে কোনো জাদুকরী নম্বরই দেওয়া হয়নি। রিয়ালে ৭ তখন ভিনিসিয়ুস জুনিয়রের গায়ে, আর ১০ পরতেন কিংবদন্তি লুকা মদরিচ। ফলে এমবাপ্পেকে নিতে হয় ৯ নম্বর জার্সি, যা আগে ছিল করিম বেনজেমার।

তবে মৌসুম শেষে পরিস্থিতি বদলেছে। মদরিচ রিয়াল ছাড়ার ঘোষণা দেওয়ায় এখন শূন্য হয়েছে ক্লাবের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিটি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল চিরিনগিতো’র দাবি, নতুন মৌসুমে এই জার্সি এমবাপ্পেকেই দিতে চায় ক্লাব কর্তৃপক্ষ। জাতীয় দলে নিয়মিত ১০ নম্বর পরে খেলা এমবাপ্পেও এতে সায় দেবেন বলে মনে করা হচ্ছে।

রিয়ালের ইতিহাসে ১০ নম্বর জার্সি এক অনন্য মর্যাদার প্রতীক। হামেস রদ্রিগেজ, মেসুত ওজিল, লুইস ফিগো, ক্লারেন্স সিডর্ফ, মাইকেল লাউড্রপ এবং ফেরেঙ্ক পুসকাসের মতো কিংবদন্তিরা এই জার্সি পরে মাঠ মাতিয়েছেন। মদরিচ ২০১৭ সাল থেকে এই নম্বর পরে খেলেছেন এবং ২০১৮ সালে ব্যালন ডি’অর জিতে এর মর্যাদা আরও বাড়ান।

সব ঠিক থাকলে জাবি আলোনসোর অধীনে নতুন মৌসুমে রিয়ালের ১০ নম্বর জার্সিতে দেখা যেতে পারে এমবাপ্পেকে—এতে ভক্ত-সমর্থকদের কল্পনা আরও রঙিন হয়ে উঠেছে।