ঢাকা   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

শত বছরের রেকর্ড ভাঙল সাংহাইয়ের তাপমাত্রা

বিশেষ প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ২৯ মে ২০২৩

আপডেট: ১৯:১৫, ২৯ মে ২০২৩

সর্বশেষ

শত বছরের রেকর্ড ভাঙল সাংহাইয়ের তাপমাত্রা

চীনের অন্যতম বাণিজ্যিক শহর সাংহাই গত ১০০ বছরের মধ্যে মে মাসে সবচেয়ে উষ্ণতম দিন পার করল। সোমবার শহরটিতে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। মে মাসের এই তাপমাত্রা গত ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ।

আবহাওয়া পরিষেবার ওয়েইবো ওয়েসবাইটে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৯মিনিটে জুজিয়াহুই স্টেশনের তাপমাত্রা ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। মে মাসের এই তাপমাত্রা গত ১০০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে। তবে বিকেলের দিকে মধ্য সাংহাইয়ের মেট্রো স্টেশনে তাপমাত্রা আরও বেড়ে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

চীনের আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন দেশটির দক্ষিণাঞ্চলীয় বেশ কিছু প্রদেশে আগামী কয়েকদিন তাপদাহ দেখা যাবে। সেটি রেকর্ড দুই মাসের বেশি সময় ধরে চলতে পারে।

সাংহাই আবহাওয়া ব্যুরোর মতে, সোমবারের তাপমাত্রার পারদ ১৮৭৬, ১৯০৩, ১৯১৫ এবং ২০১৮ সালের মে মাসের ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভঙ্গ করেছে। সাধারণত এই অঞ্চলে জুন, জুলাই এবং আগস্ট মাসে তাপমাত্রা আরও বেশি হয়।

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ