
চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ৪৭৫টি পণ্যবাহী কনটেইনার নিলামে তোলার কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় বন্দরের পণ্যজট কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কাস্টমস ও বন্দরের সূত্রে জানা গেছে, বর্তমানে বন্দরে প্রায় ৪০ হাজার কনটেইনার রয়েছে, যার মধ্যে অন্তত ১০ হাজার কনটেইনার দীর্ঘদিন ধরে পড়ে আছে। খালাস না হওয়া এসব কনটেইনার বন্দরের জায়গা সংকটের অন্যতম কারণ হয়ে উঠেছে।
২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে যেসব পণ্য আমদানি হলেও খালাস হয়নি সেগুলো ‘পরিত্যক্ত’ হিসেবে চিহ্নিত হয়। ‘দ্রুত নিলাম, বিলিবন্দেজ ও ধ্বংস কার্যক্রম’ শীর্ষক এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী এগুলো নিলামে তোলা হচ্ছে।
চট্টগ্রাম কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মো. তফছির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বন্দরের কার্যকারিতা বাড়াতে এবং আমদানি-রপ্তানির গতি ফেরাতে এ নিলাম কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ধাপে ৪৭৫টি কনটেইনার নিলামে তোলা হচ্ছে, এনবিআরের সম্মতিও পাওয়া গেছে। পর্যায়ক্রমে আরও হাজার কনটেইনার নিলামে তোলা হবে।’