ঢাকা   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মোবাইল চুরি নিয়ে ঝগড়াকে পুঁজি করে হত্যা মামলা!

মোবাইল চুরি নিয়ে ঝগড়াকে পুঁজি করে হত্যা মামলা!

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামে মোবাইল চুরি নিয়ে ঝগড়াকে পুঁজি করে নিরীহ এক কৃষক পরিবারকে হয়রানিমূলক হত্যা মামলায় জড়ানো হয়েছে।

সোমবার (১৪ জুলাই) গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন স্থানীয় কৃষক মন্টু আকন্দ। গত ১২ জুলাই এই মামলা দায়ের করা হয়।

সংবাদ সম্মেলনে মন্টু আকন্দ বলেন, গত ১৮ জুন মোশাররফ হোসেন বাবুর মুদির দোকানের সামনে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। সেখানে উপস্থিত ছিলেন তাদের বয়স্ক প্রতিবেশী আব্দুল হাই মিয়া, যিনি ঘটনাস্থলে অসুস্থ বোধ করলে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে দুই দফায় হাসপাতালে ভর্তি দেখানো হয়। আব্দুল হাই মিয়া দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, হৃদরোগ ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। সেই অসুস্থতা থেকেই তিনি গত ১১ জুলাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার মৃত্যুর পরদিনই নিহত আব্দুল হাইয়ের ছেলে রুবেল মিয়া প্রতিবেশী মন্টু আকন্দের ভাই মোকছেদ আকন্দ, ছেলে মুছা আকন্দ, আরমান আকন্দ, স্ত্রী অবিরন বেগম এবং ভাতিজা বাবলু আকন্দের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্টু আকন্দ অভিযোগ করেন, পূর্ব থেকেই তাদের সঙ্গে আব্দুল হাইয়ের পরিবারের সামাজিক ও পারিবারিক বিরোধ ছিল। বিভিন্ন সময় হুমকি-ধামকিও পেয়েছেন তারা। তিনি দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরেই তাদের পরিবারকে হয়রানি করতে পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা সাজানো হয়েছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও মিথ্যা মামলা থেকে অভিযুক্তদের মুক্তি চেয়েছেন।

সংবাদ সম্মেলনে মন্টু আকন্দ ও মোকছেদ আকন্দের পরিবারের সদস্য ছাড়াও প্রতিবেশীদের মধ্যে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।