ঢাকা   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

শুক্রবার ও শনিবার ছুটির দিনেও খোলা বেনাপোল কাস্টমস হাউস

গ্রামবাংলা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩০, ১১ জুলাই ২০২৫

আপডেট: ২০:২৯, ১১ জুলাই ২০২৫

শুক্রবার ও শনিবার ছুটির দিনেও খোলা বেনাপোল কাস্টমস হাউস

আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সরকারি ছুটিও বেনাপোল কাস্টমস হাউস খোলা রেখে সব কার্যক্রম সম্পন্ন হবে। গত কয়েকদিন কাস্টমসে সার্ভারে ধীর গতির কারণে শুল্কায়ন কার্যক্রম ব্যাহত হয়েছে । বকেয়া কাজ পুষিয়ে নিতেই শুক্রবার ও শনিবার আমদানি রপ্তানি বাণিজ্য সংক্রান্ত সব কার্যক্রম চলমান রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (কাস্টমস নীতি) ১০ জুলাই মু: রইচ উদ্দিন খান স্বাক্ষরিত একপত্রে এ নির্দেশনা জানানো হয়।

সে নির্দেশনা অনুযায়ী আজ শুক্রবার ও আগামীকাল শনিবার বেনাপোল কাস্টমস খোলা রেখে আমদানি রপ্তানি সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন হবে। একথা নিশ্চিত করে জানিয়েছেন বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার এইচএম শরিফুল ইসলাম।                                                   

কাস্টমস কর্মকর্তারা অফিসে উপস্থিত থাকলেও সরকারি ছুটির কারণে  ব্যবসায়ীদের কাস্টমস হাউসে উপস্থিতি অনেক কম দেখা গেছে। 
বেনাপোল বন্ধরের ডেপুটি পরিচালক মামুন কবির  তরফদার বলেন, বেনাপোল বন্দর সব সময় খোলা আছে। কোন ব্যবসায়ী লোড-আনলোড করতে চাইলে সে বিষয়ে তারা প্রস্তুত আছেন।

         
এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান জানান, গত কয়েকদিনের সার্ভার জটিলতার কারণে রাজস্ব আদায়ে বিঘ্ন ঘটেছে । সেই কাজ পুষিয়ে নিতেই তারা কাস্টমস নীতির নির্দেশনা অনুযায়ী বেনাপোল কাস্টমস হাউজের সব কর্মকর্তা কর্মচারী উপস্থিত থেকে আমদানি রপ্তানি সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করছেন।