ঢাকা   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আন্দোলন-সংশ্লিষ্ট হত্যা মামলায় শামীমা ও আশরাফ গ্রেপ্তার

আন্দোলন-সংশ্লিষ্ট হত্যা মামলায় শামীমা ও আশরাফ গ্রেপ্তার

রাজধানীর জিগাতলা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য ও কৃষক লীগ নেত্রী শামীমা আক্তার খানম এবং শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী।

শনিবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি সূত্র জানায়, দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে এবং তাঁরা চলমান ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার আসামি।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, তাঁদের রবিবার আদালতে হাজির করা হবে। শামীমা আক্তার খানম এর আগে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনে সুনামগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আশরাফ সিদ্দিকী ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে এসে আওয়ামী লীগের গবেষণা সংগঠন সিআরআই-তে কাজ করেন এবং পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।