
অর্গানাইজেশনকে আরও গতিশীল করতে `প্রচার ও প্রকাশনা` সেল গঠন করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল আনুষ্ঠানিকভাবে এই সেলের অনুমোদন দেন।
১২ সদস্যবিশিষ্ট নতুন এই সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এহসানুল মাহবুব জুবায়ের। সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন সুলতানা রোজান মির, সাফায়াত হোসেন সাকিব, মো. সোহরাফ হোসেন চৌধুরী, রিসালাত জাকির অনন্য, সিতুল মুনা অর্পি, মো. রুবায়েত হাসান রিমন, আব্দুল মোমিন আশিক, ফয়সাল ওয়াজেদ, মো. ইমরান হোসেন, আমিনুল ইসলাম জীবন ও নাজমুল হোসেন ইমরান।
এ উদ্যোগের মাধ্যমে সংগঠনের প্রচার কার্যক্রমে নতুন গতি আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শেয়ার বিজনেস24.কম