ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনার উসকানিতে ৩২ নম্বরে ভাঙচুর, সরকারের কড়া প্রতিক্রিয়া

রাজনীতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনার উসকানিতে ৩২ নম্বরে ভাঙচুর, সরকারের কড়া প্রতিক্রিয়া

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনায় সরকারের বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভারতে পলাতক শেখ হাসিনার সাম্প্রতিক উসকানিমূলক বক্তব্যের ফলে জনগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়, যার বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনায়।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে সরকার একে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনা গণ-অভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের অবমাননা করেছেন এবং অস্থিতিশীলতার হুমকি দিয়েছেন, যা জনমনে আরও উত্তেজনা ছড়িয়েছে।

সরকার ভারতকে আহ্বান জানিয়েছে, যেন তাদের ভূখণ্ড বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ব্যবহার না হয় এবং শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়া হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার বিজনেস24.কম