
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসন থেকে মোট ১৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ২২টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন।
রিটার্নিং অফিসার সূত্র জানায়, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ৮ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ১৪ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ১০ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ৯ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ১০ জন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৫ জন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ৭ জন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালি-চান্দগাঁও) আসনে ১৩ জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে ৭ জন, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে ১২ জন, চট্টগ্রাম-১১ (পতেঙ্গা-বন্দর) আসনে ৯ জন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১০ জন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ৭ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ৮ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ৯ জন ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে চট্টগ্রামের সবগুলো আসনে প্রার্থী রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। এছাড়া জাতীয় পার্টি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ১৫টি আসনে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ১১টি আসনে, তৃণমূল বিএনপি ১০টি আসনে, বাংলাদেশ সুপ্রিম পার্টি ৯টি আসনে, বিএনএফ ৬টি আসনে, ন্যাশনাল পিপলস পার্টি ৫টি আসনে, বাংলাদেশ কংগ্রেস, জাসদ ও কল্যাণ পার্টি ৪টি আসনে, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন, ন্যাশনাল আওয়ামী পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ২টি আসনে, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সাম্যবাদী দল, বিকল্পধারা বাংলাদেশ, জাকের পার্টি, গণফোরাম, বিএনএম, ও খেলাফত আন্দোলন ১টি করে আসনে প্রার্থী দিয়েছে। এছাড়া বিভিন্ন আসনে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
শেয়ার বিজনেস24.কম